• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

ব্যাংক

সোনালী ব্যাংক ডাকাতি

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ৪ মামলায় আসামি ১০০

  • ''
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে সোনালী ও কৃষি ব্যাংকে লুটের ঘটনায় রুমা ও থানচি থানায় চারটি মামলা করা হয়েছে। সোনালী ব্যাংকে লুটের ঘটনায় রুমা থানায় ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করে তিনটি ও  কৃষি ব্যাংকে লুটের ঘটনায় থানচি থানায় ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করে একটি মামলা করা হয়েছে। 

 শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রুমা ও থানচি থানায় এ মামলা করা হয়। 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  হোসাইন মো. রায়হান কাজেমী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।  

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘রুমা কৃষি ব্যাংক ম্যানেজার হ্লা শৈ থোয়াই মারমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ে ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছেন। সোনালী ব্যাংক ম্যানেজারকে মামলা করতে থানায় আসতে বলা হয়েছে।’

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ‘ব্যাংক লুটের ঘটনায় রুমা থানায় ৫০-৬০ জনের নামে অজ্ঞাতপরিচয়ে মামলা হয়েছে। তদন্তের স্বার্থে মামলার বাদীর নাম গোপন রাখা হয়েছে।’

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সোনালী ব্যাংক লুটের ঘটনায় রুমা থানায় ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করে তিনটি ও বুধবার দুপুরে থানচি কৃষি ব্যাংকে টাকা লুটের ঘটনায় থানচি থানায় ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

এদিকে থানচিতে গতরাতে ঘণ্টাব্যাপী সন্ত্রাসীদের গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এ ব্যাপারে থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান ও থানচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংপ্রু ম্রো  বলেন, ‘ঘটনার পর সারা দিনেও এলাকা স্বাভাবিক হয়নি, এলাকার মানুষ আতঙ্কে আছে, তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ 

থানচি বাজার কমিটির সভাপতি ও থানচি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো জানান, থানচি এলাকায়  বিদ্যুৎবিহীন ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে। 

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন,  ‘ঘণ্টাব্যাপী থানায় আক্রমণ করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। পুলিশ ও বিজিবি পাল্টা গুলি করার কারণে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। এখন পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।‘ 

এদিকে গতরাত সাড়ে ১২টার দিকে আলিকদম উপজেলায় ২৬ কিলো নামক এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। 

এ ব্যাপারে আলিকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান বলেন, ‘থানচি বাজারে গোলাগুলির ঘটনায় সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ছিল। রাত সাড়ে ১২টায় ২৬ কিলো এলাকায় একটি ট্রাক চেকপোস্ট ব্যারিকেড ভেঙে অগ্রসর হতে চাইলে চেকপোস্ট থেকে গুলি করা হয়।’ 

রুমা ও থানচি ঘটনাস্থল পরিদর্শনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুমা উপজেলা কমপ্লেক্স ও ব্যাংক পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে বান্দরবান ও রাঙামাটির এমপি, বান্দরবানের ডিসি-এসপি থাকবেন। সাড়ে ১২টার দিকে বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। বেলা আড়াইটায় তিনি বান্দরবান থেকে ঢাকায় ফিরে যাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads